জোড়া গোলে রিয়ালের জয়

 

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে করিম বেনজেমার জোড়া গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান মায়েসে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

 

রিয়ালের তিন পয়েন্ট পাওয়ায় বড় অবদান আছে গোলরক্ষক থিবো কোর্তোয়ারও। চমৎকার কিছু সেভে ব্যবধান ধরে রাখেন তিনি।

 

প্রতিপক্ষের মাঠে খেলার চতুর্থ মিনিটেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় সফলতম ক্লাবটি। টনি ক্রুস পাস ধরে চমৎকার বাঁকানো শটে বল জালে জড়ায় ফরাসি স্ট্রাইকার। সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বিলবাওয়ের বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটিও করেন বেনজেমা।

 

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর জবাব দিতে দেরি করেনি বিলবাও। দশম মিনিটে ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে ব‍্যবধান কমান ওইহান সানসেট।

 

ম্যাচের ১০ মিনিটে ৩ গোল হলেও বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোন দলই।

 

এই জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল কার্লো আনচেলত্তির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *