এদিকে, স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।
ডিয়াগো আসটপাসের গোলে লিড নেয় সেল্টা ভিগো। তবে ৮ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় ভ্যালেন্সিয়া। গোল করেন হুগো দুউরো।
এরপর আর এগিয়ে যেতে পারেনি সেল্টা ভিগো। ৫৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো গোমেজের গোলে ২-১ এর লিড নেয় ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা।ইতালিয়ান সিরিআয় জয় পেয়েছে য়্যুভেন্তাস। তলানীর দল জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে য়্যুভরা।
ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে স্বাগতিকদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ৯ মিনিট পর্যন্ত। স্কোর শিটে নাম তোলেন কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়ার্দাদো। ১-০ ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
সেকেন্ড হাফেও বজায় থাকে হোস্টদের দাপট, ৮২ মিনেট পাওলো দিবালার গোলে লিড ডাবল হয় য়্যুভেন্তাসের। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ১৬ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এলো তুরিনের ওল্ড লেডিরা।