ন্যাপথলিন আপনার টয়লেট রক্ষা করবে ব্যাকটেরিয়া আর দুর্গন্ধ থেকে। এছাড়াও কীটনাশকরূপে ন্যাপথলিন ব্যবহৃত হয়ে থাকে । কাপড়, সিল্ক কাগজ প্রভৃতির রং প্রস্তুতিতে ন্যাপথলিন ব্যবহার করা হয় । কাপড়ের জন্য ব্যবহৃত নীল (indigo) প্রস্তুতিতে ন্যাপথলিন ব্যবহার করা হয় ।
ন্যাপথলিন যেমন বইপত্র ও কাপড়কে পোকামাকড় থেকে রক্ষা করে তেমনি ব্যাকটেরিয়ারও বিরক্তির কারণ হয়। আবার বইপত্র ও কাপড়কে রাখে সুগন্ধময়। বাজারে হরেক রকম ন্যাপথলিন পাওয়া যায়। বুকসেলফের অগ্রভাগে সাধারণত আমরা বই রাখি। এর পেছনের খালি জায়গায় ৪-৫টা ন্যাপথালিন ফেলে দিন। ন্যাপথলিন উবে না যাওয়া পর্যন্ত বই পোকায় কাটা থেকে নিশ্চিন্ত থাকুন ।
আবার টয়লেট হচ্ছে ব্যাকটেরিয়াদের আবাসভূমির মতো। লাখ লাখ ব্যাকটেরিয়া ভেসে বেড়ায় নোংরা টয়লেটে। বেসিনে ৫-৬টা ন্যাপথলিন ফেলে রাখুন। ন্যাপথলিন আপনার টয়লেট রক্ষা করবে ব্যাকটেরিয়া আর দুর্গন্ধ থেকে। এছাড়াও কীটনাশকরূপে ন্যাপথলিন ব্যবহৃত হয়ে থাকে ।
কাপড়, সিল্ক কাগজ প্রভৃতির রং প্রস্তুতিতে ন্যাপথলিন ব্যবহার করা হয় । কাপড়ের জন্য ব্যবহৃত নীল (indigo) প্রস্তুতিতে ন্যাপথলিন ব্যবহার করা হয় ।