আজ সারাদেশে বিএনপির সমাবেশ
খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ সোমবার সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারাদেশে জেলা মহানগরে এই কর্মসূচি পালন করা হবে।
খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে গেলো শনিবার বিকালে নয়াপল্টনে গণঅনশন শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপরও যদি খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানায় দলের নেতারা।
গত ১৩ই নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।