“বিদায় “অনেক কঠিন।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষক আশিকুর রহমান বলেন।
আমার শিক্ষকতা জীবনের প্রথম ব্যাচ এইচ,এস,সি ২০২১, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর। আজ তাদের বিদায় অনুষ্ঠান।
দীর্ঘ আড়াই বছর তাদের সাথে ছিলাম। তাদেরকে অনেক কথা শুনিয়েছি, অনেক রাগারাগি করেছি। শিক্ষক হিসেবে কতটুকু শিক্ষা দিতে পেরেছি তা জানিনা। কিন্তুু পেয়েছি অসীম শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান।
শিক্ষকতা জীবনে হয়তোবা অনেক ব্যাচ আসবে – যাবে কিন্তু কখনোই কেউ তোমাদের জায়গাটুকু পূরণ করতে পারবে না।
তোমাদের জন্য থাকবে বুক ভরা ভালোবাসা ও প্রাণভরা দোয়া। যেখানেই থাকো ভালো থাকো, প্রকৃত ভালো মানুষ হওয়ার চেষ্টা করিও।