বিলিভ ইট অর নট
গত দুই বছরের পর্যবেক্ষণ থেকে বলছি, মুখে বলা তো দুরের কথা মনে মনে যা কল্পনা বা চিন্তা করি স্মার্ট ফোন তা বুঝতে পারে। ‘চোখ যে মনের কথা বলে’ ঠিক এই থিওরির মাধ্যমে স্মার্ট ফোনের ফন্ট ক্যামেরা আমাদের চোখ রিড করে।
আপনার মোবাইল ফোনে ছবি, ভিডিও, অডিও অথবা কোন ডাটাই খোঁজা লাগবে না। অদূর ভবিষ্যতে আপনার স্মার্ট ফোনটি আর একটি ডিভাইসের সাথে যুক্ত করলেই আপনার আমার পেটের সব কথা প্রিন্ট হয়ে বের হবে।
সুতরাং আগামী দিনগুলোতে মনে এক কথা আর মুখে আর এক কথা বলার সুযোগ থাকবে না। আসুন শুধু কাজে কর্মে নয় চিন্তা চেতনায় সৎ হই।