নিউজিল্যান্ড সিরিজ বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ২১ ডিসেম্বরের পর কোয়ারেন্টিন শিথিল না হলে নেয়া হবে পরবর্তী সিদ্বান্ত। শনিবার দুপুরে বোর্ডসভা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।
নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগ থেকেই টাইগার শিবিরে করোনার হানা। দফায় দফায় বাড়ানো হচ্ছিল কোয়ারেন্টিনের সময়। একই সঙ্গে শঙ্কা জেগেছিল সিরিজ বাতিলের।
এদিকে ২১ ডিসেম্বরের পর কোভিড টেস্টে নেগেটিভ আসলে পুনরায় অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও আয়োজনের চেস্টা চালাবে বিসিবি। যদিও, কোয়ারেন্টিন ইস্যু পুরোটাই নির্ভর করছে দেশটির স্বাস্থ্য বিভাগের উপর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সিরিজ বাতিলের কোনো সম্ভাবনা নেই। ২১ তারিখের পর আমাদের অনুশীলনে নামার কথা রয়েছে। সেটি যদি না হয়, তখন আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসব। তখন একটা সিদ্ধান্ত আসবে। কারণ এরপর ওদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। তবে এখন সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই।
নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফরা করোনার আঘাতে জর্জরিত। বিমানে এক করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসায় বাড়িয়ে দেয়া হয়েছিল স্টাফসহ ৯ ক্রিকেটারের কোয়ারেন্টিন সময়কাল।
এরপর দ্বিতীয় বাধা আসে যখন টাইগার স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথের দেহে করোনা শনাক্ত হয়। এরপর বিশেষ সতর্কতাবশত সাত দিনের কোয়ারেন্টিন ১০ দিনের করে দেয় নিউজিল্যান্ড সরকার।
এদিকে, আজকের সভা থেকে উঠে আসতে পারে বিপিএলের চূড়ান্ত ছয় দলের নাম।