১৭ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী!
মায়ানগরী মুম্বাইয়ের বুকে নিজের স্বপ্নের বাসা বাঁধলেন সানিয়া মালহোত্রা। জুহুর ভার্সোবা লিংক রোডের ‘বেভিউ’ বিল্ডিংয়ে ফ্ল্যাটটি কিনে হৃতিক রোশনের প্রতিবেশী হলেন এই বলিউড অভিনেত্রী। শুক্রবার (৫ নভেম্বর) সানিয়া অভিনীত ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিটি মুক্তি পেতে চলেছে।
তাই সব মিলিয়ে এবারের দেওয়ালি এই বলিউড কন্যার জন্য অত্যন্ত বিশেষ। আমির খানের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন সানিয়া মালহোত্রা। সিনেমাপ্রেমীদের কাছে তিনি ‘দঙ্গল কন্যা’ হিসেবেও পরিচিত।
মুম্বাইয়ের জুহু এলাকায় ফ্ল্যাটটি কিনেছেন সানিয়া মালহোত্রা। জানা গেছে, বিলাসবহুল এই ফ্ল্যাটের মূল্য ১৪ দশমিক ৩ কোটি রুপি। শুল্ক হিসেবে সানিয়া ও তার বাবা সুনীল কুমার ৭১ দশমিক ৫ লাখ রুপি দিয়েছেন।
মুম্বাইতে সানিয়ার এটাই প্রথম সম্পত্তি নয়, ২০১৮ সালে চোখ ধাঁধানো আরেকটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি।