নতুন প্রজন্মদের স্বপ্ন
নতুন প্রজন্মরা দিন ভর স্বপ্ন দেখে,
দিন চলে যায, বাস্তবায়ন হবে কবে?
বাবুখাঁ গ্রামে যদি কলেজ হত?
গ্রামটি আমার সু-শিক্ষায় ভরেই যেত।
এক সময় ভালোবাসার বন্ধন ছিল,
সেই দিন কোথায় হারিয়ে গেল!
নতুন প্রজন্মরা হিংসা-বিদ্বেষ চায় না,
আন্তরিক ভাবে স্নেহ টুকু তারা পায় না।
মুক্ত বিহঙ্গ, মাথা নত করব না আমরা,
কারও কাছে দায়বদ্ধ থাকবো না মোরা।
আজ হতে শপথ নিলাম, কঠিন পরিশ্রম করব-
শিক্ষায় সুশিক্ষিত হয়ে আদর্শ গ্রাম গড়ব।
অর্থের দিকে যে মানুষ ছুটেছে,
সম্মান, শ্রদ্ধা, স্নেহ অনেক কমেছে।
নতুন প্রজন্মরা এমনই সমাজ গড়তে চায়,
হিংসা-বিদ্বেষ যেন স্থান না পায়।
তোমাদের মাঝে যে মেধা লুকিয়ে আছে,
তাহা কি কখনও কেহ জানিতে পেরেছে।
গ্রামের শিক্ষিত সন্তানেরা বেকারত্ব থেকে,
সহযোগিতায় ব্যর্থ, পরিবার পরিজনরা রেগে।
দিন ভর শুধুই হাহাকার আর হতাশা,
নতুন প্রজন্মদের মাঝে আছে অনেক প্রত্যাশা।
তারা হতাশাগ্রস্থ বলে ব্যবহার হবে,
বড় স্বপ্ন, গন্ডির বেড়া থেকে কবে মুক্তি পাবে!
সকলেই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত মোরা,
দিক ভ্রান্ত থেকে মুক্তি পাবে কি তারা?
বাবুখাঁ গ্রামটি নিথুয়া পাতার ছিল,
আশেপাশে অট্টলিকায় ভরে গেল।
নতুন প্রজন্মরা সমাজকে পরিবর্তন করতেই পারবে,
আদর্শ গ্রাম হিসেবে দেশের কাছে তুলে ধরবে।