ছন্নছাড়া ব্যাটিংয়ের পর গোছানো বোলিং, জয় তুলো নিলো টাইগাররা
ওমানের ইনিংসের শুরুতেই ১২ রান দিয়ে বসলেন তাসকিন আহমদে। তখন থেকে দুরু দুরু কাঁপতে থাকা বাঙালির বুকে অবশেষে স্বস্তি এলো। ওমানের সব ব্যাটসম্যানদের প্যাভিলয়েনে ফেরত পাঠাতে না পারলেও ২০ ওভার শেষে বাংলাদেশ জয় পেলো ২৬ রানে। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকলো মাহমুদউল্লাহরা, টিকে থাকলো বাংলাদের স্বপ্ন।
১৫৪ রানের তাড়ায় দুর্দান্ত ব্যাটং করে বাংলাদেশকে চাপে রেখেছিল ওমানের ব্যাটাররা। ১৬ ওভার শেষে পাঁচ উইকেটে ১০৪ রান করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকরা।
হারের শঙ্কায় মুখ কালো হয়ে যায় গ্যালারির বাংলাদেশি সমর্থকদের। কিন্তু পরের ওভারেই বাংলাদেশের আকাশে জমা কালো মেঘে দূর করে দেন সাকিব আল হাসান।
এক ওভারেই নেন দুটি উইকেট। ১৭ তম ওভারে সাকিবের চতুর্থ ও পঞ্চম ডেলিভারিতে আউট হয়ে যান ওমানের আয়ান খান ও নাসিম খুশি। খেলায় ফেরে বাংলাদেশ। এরপর সাকিবের অনুসরণ করেন মোস্তাফিজুর। তিনিও দুটি উইকেট নিলে ওমানের জয়ের আশা ক্ষীণ হয়ে যায়।
ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।