ফের করোনার টিকা নিলেন পুতিন
পুনরায় করোনার টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে পুতিন জানিয়েছিলেন, এ বছরের জুনে তিনি স্পুটিনিক ভি ভ্যাকসিন নিয়েছেন।
তবে এবার তিনি পুটনিক লাইট নামের অন্য একটি টিকা নিয়েছেন।
বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে স্পুটনিক ভি-কে অনুমোদন দিয়েছিল রাশিয়া। পরে আরও দুটি ভ্যাকসিনকে অনুমোদন দেয় তারা।
এদিকে বিশ্বে করোনায় দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৫২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৯৭০ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ ৩১ হাজার ১৫৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৫ জনের। সূত্র: রয়টার্স