অজ্ঞতা, বেদনা ও উন্নয়ন
উইলিয়াম (আল আমিন), বাবুখাঁ, রংপুর।
এই দেশে জন্মেছিলাম বলে
বেড়ে উঠেছি হেসে খেলে।
দেশকে মনে প্রাণে মোরা ভালোবাসি,
উন্নয়ন হলে পরে-প্রাণ খুলে হাসি!
অজ্ঞতার কারণে, দুর্ঘটনা যে বেড়ে যায়।
খুঁজবো মোরা মনে মনে নতুন কোন উপায়।
ট্রাফিক পুলিশ ভাইয়েরা ডিউটি শেষে,
সকাল ও রাতে দুর্ঘটনা হয় দেশে।
ঝড়, বৃষ্টি আর কড়া রোদে পুড়ে,
ট্রাফিক পুলিশ ভাইয়েরা নিরলস শ্রম করে।
আমার ভুল হলে দোষ দিও না ভাই
মিনতি, ক্ষমা আমি সকলের কাছে চাই।
যৌবন পার হলে বাস্তব অনুভূতি আসে,
দেশকে ভালোবেসে উন্নয়নে মনটা হাসে।
ডিজিটাল নীতিতে যদি যান চলাচল হত,
জনগণ দুর্ঘটনা থেকে বেশি মুক্তি পেত।
দুর্ঘটনা রোধ যখন পত্রিকায় পড়ি,
ট্রাফিক পুলিশ ভাইদের আমরা শ্রদ্ধা নিবেদন করি।
উন্নয়নে উন্নত হবে দেশ,
অজ্ঞতা, বেদনা দুর হবে শেষ।
কৃষক ভাইয়েরা ঝড়, বৃষ্টি, রোদে খুব পরিশ্রম করে!
আধুনিক যন্ত্রপাতিতে, সারাদেশে চাষাবাদ হতে পারে;
অনুভূতির সামান্য উপলদ্ধিতে, তোমাদের কথা মনে পড়ে,
দোষ হলে ক্ষমা করে দিও ভাই,- মোরে।
অজ্ঞতা, বেদনা অবশ্যই দুর হবে,
উন্নয়নে উন্নত-দেশ প্রজন্মরা পাবে ।